রবিবার, ৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এগোচ্ছে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

এগোচ্ছে বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নবম রাউন্ড পার হয়েছে। ১৩ দলের ডাবল রাউন্ডের লড়াই। তাই শিরোপা কে জিতবে এখনই বলার সময় আসেনি। তবে আভাস তো পাওয়া যাচ্ছে। বড় কোনো অঘটন না ঘটলে নবাগত বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যেই শিরোপা লড়াই সীমাবদ্ধ থাকার কথা। আবার সাইফ স্পোটিংকেও ফেলে দেওয়া যাবে না। শেখ জামাল ধানমন্ডি ক্লাব অভিজ্ঞ ও তরুণদের মিলিয়ে শক্তিশালী দল গড়লেও তারা বেশ পিছিয়ে গেছে। শিরোপার রেসে ফিরতে তাদের শুধু ঝলক দিলেই চলবে না। অন্য ফেভারিটদেরও হোঁচট খেতে হবে। কাজটি কঠিন তবু আশাবাদী তিনবারের লিগ চ্যাম্পিয়নরা। পেশাদার ফুটবল লিগে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। গত ১০ আসরের মধ্যে তারাই সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে। এরমধ্যে প্রথম তিন আসরে টানা শিরোপা জেতা হ্যাটট্রিকের গৌরব পেয়েছে। আগের দুই আসরে ট্রফি জেতায় এবারও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। তবে এখনই তারা দুই ম্যাচ হেরে বসে আছে। বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের কাছে আবাহনী হার মেনেছে। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপে রানার্সআপ হয়েছে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস লিখে ফেলেছে তারা। কেননা এর আগে কোনো দল অভিষেক আসরে ট্রফি জেতা তো দূরের কথা ফাইনালেও খেলতে পারেনি। এক ইতিহাস লিখে ফেলেছে তারা। এখন অপেক্ষা লিগ জিতে আরেকটি রেকর্ড গড়া। নবাগত দল হলেও খেলার মান অনুযায়ী শিরোপা লড়াইয়ে কিংসকেই এগিয়ে রাখা যায়। আট ম্যাচ খেলে ফেললেও বসুন্ধরা কিংস এখনো পরাজয়ের মুখ দেখেনি। শুধু ড্র করেছে টিম বিজেএমসির বিপক্ষে। বিজেএমসির মতো দুর্বল প্রতিপক্ষের কাছে হোঁচট খাওয়াটা বিস্ময় বলা যায়। আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। একটা কথা না বললেই নয়, প্রথম দিকে তারকানির্ভর দল নিয়ে কিংসের খেলায় ছন্দ ও গতি দুটোই লক্ষ্য করা গেছে। কিন্তু গেল চার ম্যাচে তার দেখা মেলেনি। ব্রাদার্সের বিপক্ষে না হয় অনুপযোগী মাঠে জয় পেয়েছে কিন্তু রহমতগঞ্জ ও আরামবাগের সঙ্গে ঘাম ঝরানো জয় পেয়েছে। শীর্ষে আছে, ব্যবধান কিন্তু বেশি নয়, এক ম্যাচ বেশি খেলে আবাহনী ২১ অন্যদিকে ৮ ম্যাচে শেখ রাসেল ২০। শক্তিশালী দল গড়ার পরও গত কয়েক বছর ধরে শেখ রাসেলের ঘরে ট্রফি নেই। ২০১২-১৩ মৌসুমে লিগ জিতেছে। এবার তারা লিগ জিততে প্রতিজ্ঞাবদ্ধ। সত্যি কথা বলতে কি মাঠে সেই রূপই ধারণ করছে। সাইফ ও শেখ জামালের সঙ্গে ড্র করেছে। অপরাজিতভাবেই ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে। তিন দলের শিরোপার তুমুল লড়াই। সাইফও কিন্তু এগোচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর