সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সাইফের মাঠে আবাহনীর পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

প্রথম পর্ব শেষের দিকে। বাংলাদেশ-প্রিমিয়ার ফুটবল লিগের আজ দশম রাউন্ড মাঠে গড়াচ্ছে আজ। ঢাকা ও ময়মনসিংহ মিলিয়ে দুই ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। অন্য দিকে ময়মনসিংহে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং লড়বে ঢাকা আবাহনীর বিপক্ষে। শেখ জামাল ৯ ম্যাচে ১৫ পয়েন্ট হারিয়ে শিরোপা দৌড় থেকে বেশ পিছিয়ে পড়েছে। চট্টগ্রাম আবাহনীর এখনই রেসের বাইরে চলে গেছে বলা যায়। অবস্থার উন্নতি করতে শেখ জামালের জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই। ময়মনসিংহে ঢাকা আবাহনী ও সাইফের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ৯ ম্যাচে ২১ নিয়ে টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ৮ ম্যাচে সাইফের সংগ্রহ ১৭ পয়েন্ট। বসুন্ধরা কিংস ১ ম্যাচ কম খেলে ২২ পয়েন্টে শীর্ষে রয়েছে। আজ আবাহনী জয় পেলে ফের শীর্ষে উঠে যাবে।

 তা ছাড়া আগামীকাল নীলফামারীতে কিংস ও শেখ রাসেল ক্রীড়াচক্র হাইভোল্টেজ ম্যাচে লড়বে। যারাই জিতুক না কেন, তাদের প্রথম পর্বে শীর্ষে থাকা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। আবাহনী আজ জিতলে আর আগামীকালের ম্যাচটি যদি ড্র হয় তাহলে লাভ হবে চ্যাম্পিয়নদের।

শিরোপা রেসে ভালোভাবে ফিরে আসতে আবাহনীকে হারানোটা জরুরি হয়ে পড়েছে সাইফের। শেখ রাসেল ৮ ম্যাচে ২০ পন্টে নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে সাইফের সংগ্রহ ১৭। আগামীকাল রাসেল হারলে, আজ সাইফ জিতে গেলে শিরোপা লড়াই তখন চার দলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়বে। সাইফ আগের ম্যাচে শেখ জামালকে ৩-০ গোলে হারিয়ে ময়মনসিংহ নিজ ভেন্যুতে উজ্জীবিত হয়ে লড়বে। তা ছাড়া গত মৌসুমে প্রিমিয়ার লিগে নতুন দল হিসেবে সাইফ প্রথম মাচেই আবাহনীকে হারিয়েছে। দল হিসেবে আজকের ম্যাচে আবাহনী অবশ্যই ফেবারিট। সাইফ তো আর ছেড়ে কথা বলবে না। জয়ের জন্য মরিয়া হয়ে লড়বে।

সর্বশেষ খবর