মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সানডের জোড়া গোলে আবাহনীর স্বস্তি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহেও জয়ের ধারা ধরে রেখেছে ঢাকা আবাহনী। প্রতিপক্ষের ঘরের মাঠ সাইফ স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লা মারিও  লেমোসের শিষ্যরা। এই জয়ে লিগে শীর্ষে ফিরল চ্যাম্পিয়নরা। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা দুই গোল আর নেওয়াজ জীবন একটি করে  গোল করেন। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে লড়াইয়ে আবাহনীর বিপক্ষে ম্যাচের শুরু  থেকেই প্রাণপণে লড়েছে জনাথন ব্রায়ানের শিষ্যরা। কিন্তু ঘরের মাঠে চাপ সামলাতে পারেনি তারা। আবাহনীর রক্ষণদুর্গে বেশকিছু আক্রমণ করেও সফল হয়নি সাদাকালোরা। উল্টো একের পর এক গোল হজম করে শেষ পর্যন্ত বিধ্বস্ত হয়েই মাঠ ছাড়ে ঐতিহ্যবাহীরা। তবে সান্ত্বনা সূচক এক গোল নিয়ে মাঠ ছাড়ে হলদেরা। ম্যাচের ৯ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড জীবন জটলা  থেকে গোল করে দলকে এগিয়ে নেন। সহায়তা করেন আরেক ফরোওয়ার্ড রুবেল। এরপরের গোলটি আসে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার হেড থেকে। ২৭ মিনিটে হাইতির স্ট্রাইকার কারভেন্স বেলফোর্টের কিকে উড়ে আসা বলটি হেড করে জালে ঢুকিয়ে দেন সানডে। বিরতি থেকে ফিরে এসেই এক গোল শোধ করতে পারতো জনাথন ব্রায়ানের শিষ্যরা। ৫২ মিনিটে বক্সের বাইরে থেকে জামাল ভুইয়ার মাটি কামড়ানো শটটি গোল পোস্টে লেগে ফিরে আসে। মিস হলুদদের। এর পাঁচ মিনিট পর আবার গোল উৎসবে মাতে আকাশীরা। মধ্যমাঠ থেকে একাই বল নিয়ে যায় সানডে। বক্সের ভিতরে গোলরক্ষককে ফাঁকি দেওয়া গতিহীন বলটি জড়িয়ে যায় সাইফের জালে।

তবে ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় জামাল ভুইয়াদের। জাফর ইকবালের  দেওয়া বলটি রাশিয়ান স্ট্রাইকার ডেনিস বলশাকোভ কৌশলে আবাহনীর রক্ষণদুর্গ ভেদ করে।

 

সর্বশেষ খবর