বুধবার, ৬ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কোহলির সেঞ্চুরি নম্বর ৬৫

ক্রীড়া ডেস্ক

কোহলির সেঞ্চুরি নম্বর ৬৫

আন্তর্জাতিক ক্রিকেটে ‘সেঞ্চুরির সেঞ্চুরি’ করার পর ভারতীয় ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারকে মিডিয়া প্রশ্ন করেছিল, বর্তমান ক্রিকেটারদের মধ্যে কেউ তার এই রেকর্ড ভাঙতে পারবে কি-না? ব্যাটিং জিনিয়াস সবার আগে বলেছিলেন বিরাট কোহলির নাম। ব্যাটিং জিনিয়াস যে ভুল কিছু বলেননি, একের পর এক সেঞ্চুরি করে তা বুঝিয়ে দিচ্ছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে গতকাল নাগপুরে সেঞ্চুরি করেছেন ভারতের অধিনায়ক। ওয়ানডেতে এটি কোহলির ৪০তম সেঞ্চুরি। সব মিলে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি সংখ্যা এখন ৬৫ (টেস্টে ২৫টি)। কোহলির সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৫০ রান করে। ভারতের অধিনায়ক ১২০ বলে খেলেছেন ১১৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে বিজয় শর্মার ব্যাট থেকে। নাগপুরে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। দলীয় খাতায় রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় রোহিত শর্মাকে। ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৪২ রানে অলআউট হয়ে যায়। ভারত ৮ রানে জিতে পাঁচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। স্টয়ানিস ৫০, খাজা ৩৮, ফিঞ্চ ৩৭ রান করেন অস্ট্রেলিয়ার পক্ষে। কুলদীপ ৫৪ রানে ৩, বুমরাহ ২৯ রানে ২ উইকেট লাভ করেন। কোহলি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। শুক্রবার সিরিজের তৃতীয় ম্যাচ।

সর্বশেষ খবর