বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জন্মদিনে একি লজ্জা রিয়ালের

ক্রীড়া ডেস্ক

জন্মদিনে একি লজ্জা রিয়ালের

চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে বিধ্বস্ত করার পর আয়াক্সের উল্লাস (ইনসেটে হতাশায় বেনজামারা) -এএফপি

ঘরের মাঠে নেদারল্যান্ডসের দুর্বল প্রতিপক্ষ আয়াক্সের কাছে রিয়াল মাদ্রিদ এমনভাবে বিধ্বস্ত হবে তা ছিল ফুটবলপ্রেমীদের ধারণার বাইরে। বার্সেলোনা হলে না হয় মানা যেত কিন্তু আয়াক্সের কাছে ১-৪ গোলে হার তা সমর্থকরা মানেন কীভাবে? ড্র করলেই যেখানে শেষ আটে চলে যেত সেখানে কিনা শোচনীয় হার। এই ফল সাম্প্রতিককালে বিশ্ব ফুটবলে বড় অঘটনই বলা যায়। ক্লাবের ১১৬তম জন্মদিনে একি হলো রিয়ালের। এই লজ্জা ভুলবে কিভাবে। লস ব্লাঙ্কোসরা। প্রথমপর্বে আয়াক্সের মাঠে ২-১ গোলে জিতে এসেছিল রিয়াল। তখন থেকেই ধরে নেওয়া হয় বেনজেমাদের কোয়ার্টার ফাইনালে খেলা শুধু সময়ের ব্যাপার। রিয়ালের মাঠে দুর্বল আয়াক্স জয় পাবে ভাবাই যায় না সেখানে কিনা ৪-১ ব্যবধানে গোল উৎসব। ১৯৯৪-৯৫ মৌসুমের পর এবারই কোনো ক্লাব নিজেদের মাঠে প্রথম লেগে হেরেও চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়ালকে বিদায় করল। ২২ বছর আগে নকআউট পর্বে উঠেছিল আয়াক্স। সেবার অ্যাথলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালও খেলেছিল তারা। আয়াক্সের বিপক্ষেই সবচেয়ে ভালো খেলার রেকর্ড রয়েছে রিয়ালের। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর হাড়ে হাড়ে টের পাচ্ছে রিয়াল। অনেকদিন পর তাদের ট্রফি শূন্য অবস্থায় মৌসুম শেষ হতে চলেছে। মঙ্গলবার রাতে শুরুতে স্বাগতিকরা প্রথম দিকে ভালো খেলার ইঙ্গিত দিলেও বাকিটা সময় ছিল শুধুই আয়াক্সের। মনে হচ্ছিল পৃথিবীর কোনো বিখ্যাত দল নয়, মহল্লার কোনো দলের সঙ্গে খেলছে। ৭ মিনিটেই করুসের ব্যাক পাস থেকে বল পেয়ে যায় ডুমান টাড়িচ। তার বাড়ানো বল জালে জড়াতে ভুল করেননি জিয়েখ।

গোল পেয়ে উজ্জীবিত হয়ে উঠে অতিথি দল আয়াক্স। ১৮ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে তারা। এবারও বল বাড়িয়ে দেন টাড়িচ। তবে গোলটি করেন ডেভিড নারেস। ৬২ মিনিটে ডুমান টাড়িচ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ৭০ মিনিটে অ্যাসেনসিও ব্যবধান কমালেও রিয়ালের টিকে থাকার কিঞ্চিত আশা জেগে ওঠে। দুই মিনিট পরই রিয়ালের আশা ভেঙে চুরমার হয়ে যায়। লাসসি স্কোলি রিয়ালের জালে বল পাঠালে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে জিতে শেষ আটে জায়গা করে নেয় আয়াক্স। মঙ্গলবার ছিল রিয়ালের ১১৬তম জন্মদিন। এমন হারে উৎসবটাও মাটি হয়ে গেল তাদের।

সর্বশেষ খবর