শুক্রবার, ৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ইতিহাস গড়ল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ল ম্যানইউ

দারুণ এক ইতিহাস গড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার আলেক্স ফার্গুসন বিদায় নেওয়ার পর থেকেই ধুঁকছিল রেড ডেভিলরা। তবে সোলসকার দায়িত্ব নেওয়ার পর পুরোপুরিই বদলে গেছে দলটা। এরই মধ্যে হৃত গৌরব অনেকটা ফিরিয়ে এনেছেন তিনি। ফার্গুসনের বিদায়ের পর দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাটকীয়ভাবে পিএসজিকে হারিয়েছে তারা। গত বুধবার পিএসজির মাঠে শেষ মুহূর্তের পেনাল্টি গোলে ৩-১ ব্যবধানে জিতেছে ম্যানইউ। প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে পরাজিত হওয়ার পর রেড ডেভিলদের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে অ্যাওয়ে ম্যাচে দারুণ জয়েই তারা টিকে রইল চ্যাম্পিয়ন্স লিগে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে প্রথম লেগে নিজেদের মাঠে ২ অথবা তার বেশি ব্যবধানে পরাজিত হওয়ার পর দ্বিতীয় লেগে (অ্যাওয়ে ম্যাচে) কোনো দলই তা অতিক্রম করতে পারেনি। প্রথম ক্লাব হিসেবে ম্যানইউ তা করে দেখাল। তাছাড়া পিএসজির মাঠে গিয়ে ইংলিশ ক্লাব খুব একটা জিততে পারে না। কেবল ২০০৪ সালে হোসে মরিনহোর চেলসি জিতেছিল। এবার সোলসকারের ম্যানইউ জিতল। এতসব রেকর্ড নিয়ে ছুটে চলেছে রেড ডেভিলরা। এবার কতদূর তারা যায় দেখা যাক! পিএসজি আরও একবার হোঁচট খেল শেষ ষোলোতে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো শেষ ষোলো থেকে বিদায় নিল পিএসজি। দুই মৌসুম আগে প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে হারিয়েও শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএসজি। দ্বিতীয় লেগে তারা হেরেছিল ৬-১ গোলে। দুর্ভাগ্য পিছু ছাড়ছে না ফরাসিদের। নেইমার-কাভানির ইনজুরির পরও দলটা ভালোই খেলছিল। কিলিয়ান এমবাপ্পে দারুণভাবেই সামলে নিচ্ছিলেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পারলেন না তিনি। রোমেলু লুকাকো ম্যানইউর তুরুপের তাস হয়ে ওঠেছেন। গত বুধবার পিএসজির মাঠে ম্যাচের ২ ও ৩০তম মিনিটে দুটি গোল করেন তিনি। অন্যদিকে হুয়ান বার্নাট ভেলাসকো (১২) গোল করেন পিএসজির পক্ষে। ম্যাচটার শেষ মিনিটে র‌্যাশফোর্ড পেনাল্টি থেকে গোল করলেই অ্যাওয়ে গোলের হিসাবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ম্যানইউর। এবার চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলো আধিপত্য ধরে রেখেছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানইউ এবং টটেনহ্যাম। অন্যদিকে ম্যানসিটি এবং লিভারপুলও কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে আছে। এদিকে গতবারের সেমিফাইনালিস্ট ইতালিয়ান ক্লাব রোমাকে বিদায় করেছে পর্তুগিজ ক্লাব পোর্তো। প্রথম লেগে রোমা ২-১ গোলে জিতলেও নিজেদের মাঠে পোর্তো জিতল ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ আটে উঠে এল পোর্তো। ২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পোর্তো। সেবার পর্তুগিজ এই ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে দুই লেগ মিলিয়ে হেরেছিল ৭-৪ ব্যবধানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর