শনিবার, ৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবাহনী রূপগঞ্জ জিতলেও পারল না শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী রূপগঞ্জ জিতলেও পারল না শেখ জামাল

আবাহনীর জয়ের নায়ক জহুরুল

বৃষ্টিতে ভেসে গেছে ওয়েলিংটন টেস্টের প্রথম দিন। দিনটি সাজঘরে বসেই কাটিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা। ঠিকই একই দিনে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। লিগের প্রথম দিনেই হোঁচট খেয়েছে মৌসুমের প্রথম শিরোপাজয়ী শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রিমিয়ার ক্রিকেট টি-২০ চ্যাম্পিয়ন শেখ জামালকে ৯ রানে হারিয়ে চমক উপহার দিয়েছে নবাগত উত্তরা স্পোর্র্টিং। জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি সেঞ্চুরিতে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। আরেক নবাগত বিকেএসপির বিরুদ্ধে ৬০ রানের সহজ জয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। টান টান উত্তেজনার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। 

মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে আবাহনী খেলতে নামে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে ছাড়া। তার জায়গায় ধানমন্ডি পাড়ার দলটিকে নেতৃত্ব দেন তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট করতে নেমে ৮ বছর পর প্রিমিয়ার ক্রিকেটে ফেরা বিকেএসপির বোলারদের সাঁড়াশি আক্রমণে ১৬ ওভারে ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে। সেখান থেকে দলকে টেনে তুলে জহুরুল ও সাইফ। সাইফ ৮০ বলে ৫৫ রান করলেও ম্যাচ সেরা জহুরুল খেলেন ১২১ রানের হার না মানা ইনিংস। দুজনের ১১২ রানের জুটিতে আবাহনীর সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ২১৬ রান। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি জহুরুলের তার তৃতীয় সেঞ্চুরি। ১৪৭ বলে ১২১ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩ চার ও ১ ছক্কায়। ২১৭ রানের টার্গেটে নবাগত দলটি বাঁ হাতি স্পিনার নাজমুল অপুর ঘূর্ণিতে গুটিয়ে যায় ৪০.৫ ওভারে ১৫৬ রানে। ফতুল্লায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ রানে হেরেছে শেখ জামাল। ২৫০ রানের টার্গেটে টি-২০ চ্যাম্পিয়ন দলটির প্রয়োজন ছিল শেষ ৬ ওভারে ৪৭ রান। হাতে ছিল ৫ উইকেট। সেই সমীকরণ মেলাতে পারেনি দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহানের বিদায়ের পর দলটি ৫০ ওভারে ৯ উইকেটে ২৪০ রানের বেশি করতে পারেনি। সোহান ৬৫ বলে ৬৫ রান করেন তিনটি করে ছক্কা ও চারে। শেষদিকে ইলিয়াস সানি ২০ বলে খেলেন ২৮ রানের ইনিংস। এর আগে উত্তরার সংগ্রহ ছিল ৫০ ওভারে ৪ উইকেটে ২৪৯।

সর্বশেষ খবর