সোমবার, ১১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

জমে উঠেছে লিভারপুল ম্যানসিটির লড়াই

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে লিভারপুল ম্যানসিটির লড়াই

জয়ের নায়ক ফিরমিনো

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে একটা সময় লিভারপুলের একক আধিপত্যই প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু পেপ গার্ডিওলা কখনো আশা ছাড়তে রাজি ছিলেন না। তার দল বেশ খানিকটা পিছন থেকে শীর্ষে উঠে এসেছে আবার। অবশ্য লিভারপুল খুব একটা পিছিয়ে পড়েনি। দুই দলের লড়াইটা বেশ জমে উঠেছে ইংলিশ লিগে। লিগের মাত্র আট ম্যাচ বাকি। ম্যানসিটি ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ১। এই ব্যবধান নিয়ে শেষ পর্যন্ত কে লিগ জিতবে বলা কঠিন। গত শনিবার স্টারলিংয়ের হ্যাটট্রিকে ৩-১ ব্যবধানে ম্যানসিটি হারিয়েছে ওয়াটফোর্ডকে। অন্যদিকে গতকাল লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে বার্নলিকে। লিভারপুলের পক্ষে দুটি করে গোল করেন রবার্তো ফিরমিনো এবং স্যাডিও মানে। অবশ্য এক পয়েন্টে এগিয়ে থাকলেও সামনের পথটা ম্যানসিটির জন্য কঠিন। লিভারপুলকেও বেশ কয়েকটা বাধা পাড়ি দিতে হবে। দীর্ঘ প্রায় তিন দশক ধরে লিগ শিরোপাবঞ্চিত লিভারপুলের জন্য এবার দারুণ এক সুযোগই অপেক্ষা করছে।

লিভারপুলের এখনো চেলসি ও টটেনহ্যাম ম্যাচ বাকি। ম্যানচেস্টার সিটিকেও টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ বাকি। দুটি দলকেই মৌসুমের এ পর্যায়ে এসে দুটি করে কঠিন ম্যাচ খেলতে হবে। অবশ্য লিভারপুলের চেয়ে সামনের পথ ম্যানসিটির জন্যই বেশি কঠিন হবে। প্রথম লেগে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-২ এবং লিস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে ম্যানসিটি। দুটি দলের বিপক্ষেই দ্বিতীয় লেগের ম্যাচ বাকি গার্ডিওলার শিষ্যদের। অন্যদিকে চলতি মৌসুমে লিভারপুল কেবল ম্যানসিটির কাছেই একটা ম্যাচ হেরেছে। বাকি সব ম্যাচেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছে তারা। সামনের ম্যাচগুলোতে বড় কোনো ভুল না করলে লিভারপুলের সামনে দারুণ সুযোগ। জার্গেন ক্লপের শিষ্যরা এই সুযোগ কতটা গ্রহণ করতে পারে তাই এখন দেখার বিষয়। তবে পেপ গার্ডিওলার দল এবার চারটা শিরোপাই ঘরে তুলতে মরিয়া। এরই মধ্যে লিগ কাপ জিতেছে। এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। লিগ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও শিরোপা জয়ের দিকেই ছুটছে তারা। গার্ডিওলা ম্যাজিক এবার ম্যানসিটিতেও দেখা যেতে পারে!

সর্বশেষ খবর