মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তিন সেঞ্চুরির ম্যাচে রূপগঞ্জের জয়

ক্রীড়া প্রতিবেদক

তিন সেঞ্চুরির ম্যাচে রূপগঞ্জের জয়

প্রথম ম্যাচে ৯ রানে হেরেছিল শেখ জামাল। সেই ধাক্কা সামলে নেওয়ার সুযোগ এসেছিল গতকাল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় টি-২০ চ্যাম্পিয়নরা গুটিয়ে যায় ৪৭.৫ ওভারে ১৮০ রানে। ধানমন্ডি পাড়ার দলটি ব্যাট করতে নেমে  মেহেদির তোপে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে রাকিন, তানভীর হায়দার ও ইলিয়াস সানির দৃঢ়তায় শেখ জামাল লড়াইয়ের একটি স্কোর গড়ে। সানি সর্বোচ্চ ৪২ রান করেন। গোপীবাগের দল ব্রাদার্সের সফল বোলার ছিলেন মেহেদি। আঁটোসাঁটো বোলিং করে ২৫ রানের খরচে ৩ উইকেট নেন মেহেদি। শাখাওয়াতও ৩ উইকেট নেন। টার্গেট ১৮১ রান। ৭৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলটি সহজ জয় উপহার দেন ওপেনার মিজানুর রহমান ৭১ বলে ৭১ রানের ম্যাচসেরা ইনিংস খেলে। ভারতীয় অলরাউন্ডার চিরাগ জানি ৫০ রানের ইনিংসটি খেলেন ৬৬ বলে ৪ চার ও ২ ছক্কায়।

 

বিকেএসপিতে জুনিয়র নাইম ও সিনিয়র নাইমের জোড়া সেঞ্চুরিতে জয় পেয়েছে লিজেন্ড অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৭ রান করে দলটি। দুই ওপেনার আজমির আহমেদ ও নাইম জুনিয়র ১৩২ রানের ভিত দেন। আজমির ৪৮ রান করেন। দ্বিতীয় উইকেট জুটিতে দুই নাইম যোগ করেন ৯৩ রান। দলীয় ২২৫ রানে সাজঘরে ফেরার আগে জুনিয়র নাইম খেলেন ১০৮ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১২২ রানের ইনিংস। অধিনায়ক সিনিয়র নাইম ৯৩ বলে খেলেন ১০৮ রানের ইনিংস। টার্গেট পাহাড়সম ৩৫৮ রান। সেই রানটিও করে ফেলেছিল শাইন পুকুর। ওপেনার সাব্বির হোসেনের ১০০ ও তওহিদ হৃদয়ের ৮৩ রানে ভর করে শাইন পুকুর সংগ্রহ করে ৪৯ ওভারে ৩৩৪। এদিকে ঢাকা আবাহনী উত্তরাকে হারিয়ে লিগে দ্বিতীয় জয় পেয়েছে। নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে আবাহনী প্রথমে ব্যাট করতে নেমে ২৮৬ রান সংগ্রহ করে। নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৮৬ রান করেন। পরে ব্যাট করতে নেমে আবাহনীর বোলারদের সামনে দাঁড়াতে পারেনি উত্তরা। ৩৩ ওভারে মাত্র ৯৬ রানে গুটিয়ে যায়।

সর্বশেষ খবর