বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তবু সতর্ক মেসিরা

ক্রীড়া ডেস্ক

তবু সতর্ক মেসিরা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। নিজেদের মাঠে গোল না পেলেও কিছুটা সুবিধাজনক অবস্থানেই আছে অলরেডরা। আজ রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে অ্যালাইঞ্জ এরিনায় জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হচ্ছে লিভারপুল। জিতলে তো বটেই, ১-১ কিংবা তার বেশি ব্যবধানে ড্র করলেই শেষ আটে পৌঁছে যাবে অলরেডরা।

কে যাবে কোয়ার্টার ফাইনালে? বায়ার্ন মিউনিখ নাকি লিভারপুল? উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি করে শিরোপা জিতেছে দুই দলই। এ কারণেই লড়াইটা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কমতি নেই। হেভিওয়েট লড়াইয়ে ব্যবধান গড়ে দিতে পারেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ অথবা বায়ার্নের পোলিশ তারকা লিওয়ান্দোভস্কি। দুই তারকাই আছেন দারুণ ছন্দে। দেখা যাক, শেষ পর্যন্ত বিজয়ী হন কে? এদিকে আজ রাতে ন্যু ক্যাম্পে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওয়ের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। প্রথম লেগে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে সুবিধাজনক স্থানে আছে ফরাসি ক্লাব অলিম্পিক লিঁও। বার্সেলোনার মাঠে গোল পেলেই ড্র হলেও ফরাসিরা শেষ আটে চলে যাবে। বার্সেলোনার সামনে জয়ের বিকল্প নেই খুব একটা। গোলশূন্য ড্র হলে অবশ্য টাইব্রেকারে গড়াবে ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে ফেবারিট ক্লাবগুলোর মধ্যে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। এ কারণেই সতর্ক বার্সেলোনা। ন্যু ক্যাম্পে খেলা হলেও বার্সা কোচ ভালভার্দে সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। দেখা যাক, মেসিরা এই অনিশ্চয়তা কাটিয়ে ওঠতে পারেন কিনা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর