বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ক্রিকেটে অন্যরকম মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটে অন্যরকম মোহামেডান

ফুটবল লিগে মোহামেডান রেলিগেশনের শঙ্কায় আছে। কিন্তু ক্রিকেটে আরেক রূপ। প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ জিতলো ঐত্যিবাহী দলটি। গতকাল হারিয়েছে খেলাঘরকে। মিরপুরে প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২২৫ রানে গুটিয়ে যায় খেলাঘর। দলটির লড়াকু স্কোর গড়ে মোসাদ্দেক ইফতেখারের ৮৭ রানের প্রত্যয়ী ইনিংসে ভর করে। ১১৩ বলের ইনিংসটিতে ছিল ৭টি চার। তেজগাঁও এলাকার দলটিকে আটকে রাখেন সাবেক টেস্ট অলরাউন্ডার সোহাগ গাজী ৪১ রানে ৩ উইকেট নিয়ে। টার্গেট ২২৬ রান। এক সময় মতিঝিল পাড়ার দলটি ১২২ রানে ৪ উইকেট হারালে ম্যাচ হেলে পড়ে খেলাঘরের দিকে। সেখান থেকে রকিবুল ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরী পঞ্চম উইকেট জুটিতে ৮৩ রান যোগ করে দলের জয়ের ভিত করে দেন। নাদিফ ৩৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ৮৪ রানে অপরাজিত থাকেন রকিবুল। ৮৮ বলের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও একটি ছক্কা। গাজী ক্রিকেটার্সের বিপক্ষে আগের ম্যাচে খেলেছিলেন ৮২ রানের হার না মানা ইনিংস। বিকেএসপিতে আল আমিন জুনিয়রের সেঞ্চুরিকে ম্লান করে টানা দ্বিতীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। আল-আমিনের ইনিংসটি সাজানো ছিল ৯৯ বলে ৮ চার ও ৪ ছক্কায়। ৩০২ রানের টার্গেটে খেলতে ৬৩ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে ১১৫ রান যোগ করেন সাইফ হাসান ও মার্শাল আইয়ুব। সাইফ ১০২ বলে ৮৫ এবং মার্শাল ৮২ বেল ৭৬ রান করেন। শেষ পর্যন্ত তারা ১০ বল হাতে রেখে জয় তুলে নেয়।

সর্বশেষ খবর