বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিক নয় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

প্রাথমিক নয় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

খুব বেশি সময় নেই বিশ্বকাপ ক্রিকেটের। ৩১ মে মাঠে গড়াবে ক্রিকেট মহাযজ্ঞ। ১০ দলের এই টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন দেশ। প্রস্তুত হচ্ছে বাংলাদেশও। টাইগাররা এখন টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ডে। দেশে ফেরার পর তিন জাতির টুর্নামেন্ট খেলতে আয়ারল্যান্ড যাবে ১ মে। টুর্নামেন্টের অপর দল ওয়েস্ট ইন্ডিজ। তিন জাতির টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগার শিবিরের। ওই টুর্নামেন্টে যে ১৫ সদস্যের স্কোয়াডটি খেলবে, তারাই অংশ নিবে বিশ্বকাপে। আইসিসির নিয়ম মেনে ২৩ এপ্রিলের মধ্যে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে হবে। টাইগার টিম ম্যানেজমেন্টও ২৩ এপ্রিলের আগেই স্কোয়াড ঘোষণা করবে। গতকাল নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার তেমনই জানিয়েছেন, ‘বিশ্বকাপের জন্য আমরা ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করব।

 অফিসিয়ালি কোনো স্ট্যান্ডবাই থাকবে না। প্রাথমিকভাবে যে ৩০ জনের নাম দেওয়া হয়েছে, ১৫ জনের বাইরের বাকি ১৫ জন থেকেই দলের প্রয়োজনে ক্রিকেটার নেওয়া যাবে।’ বিশ্বকাপ ও আয়ারল্যান্ডকে সামনে রেখে মাশরাফিদের অনুশীলন শুরুর সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল।

সর্বশেষ খবর