বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

চ্যাম্পিয়ন হলেই আন্তর্জাতিক মাস্টার

ক্রীড়া প্রতিবেদক

দারুণ এক সম্ভাবনা নিয়ে এগিয়ে চলছিল দাবা। নিয়াজ মোর্শেদের পর দীর্ঘ বিরতি থাকলেও নতুন শতকের প্রথম দশকেই একে একে গ্র্যান্ডমাস্টার খেতাব জিতেছিলেন আরও চার জন। ২০০৮ সালে সর্বশেষ এই পদক জিতেন এনামুল হোসেন। নতুন আন্তর্জাতিক মাস্টারের দেখাও নেই দীর্ঘদিন। এবার এই সুযোগ নিয়ে এল এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ। আজ থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি জিতলেই সরাসরি আন্তর্জাতিক মাস্টারের খেতাব পাওয়া যাবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ দাবা ফেডারেশন। এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মতো বড় আসর দীর্ঘদিন বাংলাদেশে হচ্ছে না। ২০০৩ ও ২০০৭ সালে এমন বড় আসর হয়েছিল। অবশ্য তখন ফরমেটটা এখনকার মতো ছিল না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৬টি দেশ নিয়ে এশিয়ান জোন ৩.২। বাংলাদেশ ছাড়াও এই জোনে আছে মালদ্বীপ, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল।

সর্বশেষ খবর