বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ম্যানসিটির গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির মাটিতে খেলতে গিয়ে খুব কষ্ট করে ৩-২ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছিল পেপ গার্ডিওলার দল ম্যানচেস্টার সিটি। এমন ফলাফলের পর কোয়ার্টার ফাইনাল খেলার জন্য শালকেও প্রস্তুতি নিচ্ছিল নিশ্চয়ই! কিন্তু তেমন কোনো সুযোগই দিল না গার্ডিওলার শিষ্যরা। মঙ্গলবার গভীর রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব শালকে জিরোফোরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ম্যানসিটি। সার্জিও আগুয়েরো দুটি গোল করেছেন। এছাড়াও একটি করে গোল করেছেন লিরয় সানে, রহিম স্টারলিং, বার্নার্ডো সিলভা, ফিল ফোডেন ও গ্যাব্রিয়েল জেসুস। ম্যানসিটির দুরন্ত এই জয়টা দারুণ এক ইতিহাস সামনে নিয়ে এল। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ম্যানসিটি দুই লেগ মিলিয়ে জিতল ১০-২ ব্যবধানে। এর আগে কেবল বায়ার্ন মিউনিখই এরচেয়ে বেশি ব্যবধানে জিতেছে। ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পর্তুগালের স্পোর্টিং সিপিকে দুই লেগ মিলিয়ে ১২-১ ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। তাছাড়া ম্যানসিটির জয়ে আরও একটা রেকর্ড মনে পড়ছে ইংলিশ ভক্তদের। ২০১০-১১ মৌসুমের পর প্রথমবারের মতো অন্তত তিনটি ইংলিশ দল খেলছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। সেবার চেলসি, ম্যানইউ এবং টটেনহ্যাম খেলেছিল। এবার ম্যানইউ, ম্যানসিটি ও টটেনহ্যাম এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

গত রাতে লিভারপুল জয় পেয়ে থাকলে কোয়ার্টার ফাইনালে দেখা যাবে চারটি ইংলিশ ক্লাব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর