শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সেমিতে বাংলাদেশ

ভুটানের গোল মুখে বাংলাদেশের মেয়েদের আক্রমণ

সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরে ফাইনাল খেলে নতুন আশা জাগিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে হেরে শিরোপাবঞ্চিত হলেও নতুন স্বপ্নের বীজ বুনেছিল। এবার সেই স্বপ্নপূরণের পালা। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য নেপালযাত্রার আগেই সাবিনারা নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছিলেন। গতকাল আসরে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। তবে শেষ চারে ফেবারিট ভারতকে এড়িয়ে যেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই। সেক্ষেত্রে পরের ম্যাচে নেপালকে হারাতেই হবে সাবিনাদের। ড্র হলেও নেপাল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল খেলবে। ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

গতকাল মাঠের লড়াইয়ে কোনোভাবেই ভুটানের মেয়েদের দাঁড়াতে দেননি সাবিনারা। বল নিয়ে সারাক্ষণই সাবিনারা ঘোরাফেরা করেছেন ভুটানের ডি বক্সের তিন পাশে। মাঝে মধ্যে আচমকা আক্রমণে বাংলাদেশের অর্ধে বল গেলেও আঁখিদের চমৎকার ডিফেন্স কোনো বিপদ হতে দেয়নি। মারিয়া মান্ডা আর সাবিনাদের নিখুঁত পাসিং, অসাধারণ ড্রিবলিং আর পারস্পরিক বুঝাপড়া ভুটানকে ভুগিয়েছে ম্যাচজুড়ে। বেশকিছু গোলের সুযোগ হারিয়েছেন সাবিনা-তহুরা-সানজিদারা। ম্যাচের ৪৬ মিনিটে দলকে প্রথম গোল উপহার দেন মিশরাত জাহান মৌসুমী। এরপর বেশ কয়েকটা আক্রমণ ব্যর্থ হলে অধিনায়ক সাবিনা খাতুন অনেকটা একক চেষ্টায় গোল করেন ৮৫ মিনিটে। এরপরও গোলমুখে আক্রমণ করেছিলেন সাবিনারা। তবে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচটা জিতে দারুণ আনন্দিত কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভুটানের বিপক্ষে আমাদের মেয়েরা নিজেদের সেরাটা দিয়েই খেলেছে। পুরো ম্যাচেই ছিল তাদের আধিপত্য। তবে আরও কিছু গোল পেলে ভালো হতো। সুযোগ ছিল।’ এবার সামনের ম্যাচে নেপালকে হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চান তিনি। গোলদাতা মিশরাত জাহান মৌসুমী বলেন, ‘আমরা যে টার্গেট নিয়ে এসেছিলাম সেটা পূরণ করতে পেরেছি বলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। নিজেদের জায়গা থেকে আজ সবাই নিজেদেরকে শতভাগ দিয়ে মেলে ধরেছিল। এই জয়ে আমরা দারুণ আনন্দিত।’ এদিকে আজ সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার মেয়েরা। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬-০ গোলে হেরেছে মালদ্বীপ। আজ হারলে ভুটানের মতো তাদেরও বিদায় নিশ্চিত হয়ে যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর