মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অন্যান্য

উচ্চতাই যখন ভাগ্যত্রাতা...

উচ্চতাই যখন ভাগ্যত্রাতা...

জিয়ন লতিফ উইলিয়ামসন, উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। এত লম্বা ছেলেকে নিয়ে বিপাকেই পড়েছিলেন তার বাবা-মা। সেনেগালে থাকতে খেলতেন ফুটবল। মোটেও পারদর্শী ছিলেন না। শিক্ষার্থী হিসেবেও ভালো নয়। ১৬ বছর বয়সী এই লম্বাটে ছেলেকে নিয়ে বছর সাতেক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তার বাবা-মা। অধিক উচ্চতার কারণেই বাস্কেটবল কোচের নজরে পড়েন যান। তারপরই পাল্টে যায় উইলিয়ামসনের জীবন। এখন ফ্লোরিডা কলেজ বাস্কেটবলের সেরা তারকা তিনি। চলতি মৌসুমে এনবিএ (জাতীয় বাস্কেটবল অ্যাসোসিয়েশন) ড্রাফটে জায়গা পেতে যাচ্ছেন। হয়তো খুব শিগগিরই বিশ্বের সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেতে পারেন উইলিয়ামসন।

বেশি লম্বা হওয়ার কারণে যে তাকে অনেক কথা শুনতে হয়েছে, কাছের বন্ধুরা তার উচ্চতা নিয়ে রসিকতা করতেন, সেই উচ্চতার কারণেই এখন বাস্কেটবলে বাজিমাত করে চলেছেন সেনেগালের বংশো™ভূত এই আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।

সর্বশেষ খবর