অলিম্পিক টেনিসে জুটি বেঁধেছেন রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। এর আগে এককে ২০০৮ সালে সোনার পদক জয় করেছেন নাদাল। ২০১৬ সালে দ্বৈতে মার্ক লোপেজকে সঙ্গে নিয়ে সোনার পদক জয় করেন তিনি। এবার কার্লোস আলকারাজকে নিয়েও কি সোনা জিততে পারবেন! ক্যারিয়ারে প্রায় সবকিছুই জয় করেছেন নাদাল। অন্যদিকে তরুণ কার্লোস আলকারাজ কেবল ক্যারিয়ার শুরু করেছেন। তবে দুই তারকাকে একসঙ্গে খেলতে দেখেই ভক্তরা খুশি। অবশ্য নাদাল খুব বেশি আশা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘আমি বুঝতে পারি, আমাদের একসঙ্গে খেলতে দেখার আগ্রহ আছে সবার মধ্যে। তবে এটা ভেবে নেওয়া ঠিক হবে না যে, আমরাই জিতব। এটা হবে বড় ভুল।’ এর কারণও বলেছেন নাদাল। আলকারাজ এখনো দ্বৈতে খুব বেশি খেলেননি। তা ছাড়া নাদালও আগের মতো ফিট নেই। অনেক দিন ধরেই একক কিংবা দ্বৈতে পারফর্ম করতে পারছেন না। তবে দুই তারকাকে নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই।