প্যারিসের অলিম্পিক ভিলেজ এখন ব্যস্ত সময় পাড় করছে। সারা বিশ্ব থেকে সেরা সেরা অ্যাথলেটরা ছুটে আসছেন এই ভিলেজে। আগামী কয়েক দিনের জন্য নিজেদের ঘর বানিয়ে নিচ্ছেন এখানেই। থাকা ও খাওয়াসহ সব আয়োজন করছে ফরাসি কর্তৃপক্ষ। তবে অলিম্পিক ভিলেজের খাবার পছন্দ হচ্ছে না অনেকেরই। বিশেষ করে ব্রিটিশ দলের। তারা খাবার তালিকায় কাঁচা মাংস দেখতে পেয়েছে। এরপরই নিজস্ব রাঁধুনি আনিয়েছে ব্রিটিশরা। নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিচ্ছে। ফরাসিদের খাবার নিয়ে সাধারণত সারা বিশ্বই প্রশংসায় পঞ্চমুখ থাকে। বিশ্বের সেরা সেরা রাঁধুনি আছে দেশটিতে। তবে ব্রিটিশদের ফরাসি খাবার পছন্দ হলো না। তা ছাড়া বিভিন্ন রকমের খাবারের পরিমাণও নাকি কম। কেবল ব্রিটিশ অ্যাথলেটরাই নন, অন্যান্য অনেক দেশের ক্রীড়াবিদরাই খাবারের সমালোচনা করছেন। সারা বিশ্বে ফরাসি খাবারের কদর আছে বেশ। তবে অলিম্পিকে কেন এমন হচ্ছে এটাই অবাক করার মতো ব্যাপার।