অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহিন্স বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট। প্রথমটি খেলে হেরেছে। গতকাল নর্দার্ন টেরিটরির ডারউইনে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলছে। ম্যাচের প্রথম দিনেই অলআউট হয়েছে এইচপি। অবশ্য প্রতিপক্ষ পাকিস্তান শাহিন্সেরও ২ উইকেট তুলে নিয়েছে এইচপির রিপন মণ্ডল। সব মিলিয়ে প্রথম দিনে উইকেটে পতন হয়েছে ১২টি। মাহমুদুল হাসান জয়ের দল অলআউট হয়েছে ২৫৮ রানে। জবাবে ২ উইকেটে ৩৯ রান সংগ্রহ করে প্রথম দিন পার করেছে শাহিন্স। প্রথম চার দিনের ম্যাচে এইচপি হেরেছিল ১৪৮ রানে। চার দিনের ম্যাচ সিরিজের পর এইচপি তিনটি ওয়ানডে খেলবে নর্দার্ন টেরিটরির বিপক্ষে। সবশেষে ৩ দলের টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে।
টস হেরে ব্যাটিংয়ে প্রথম ম্যাচের দুই ইনিংসে বড় কোনো স্কোর গড়তে পারেনি জয় বাহিনী। অথচ শাহিন্সের তিন ক্রিকেটার সেঞ্চুরি করেছিলেন। একজন আবার ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। গতকাল বড় ইনিংস খেলার ভিত তৈরি করেছিলেন অধিনায়ক মাহমুদুল জয় ও আইচ মোল্লা। কিন্তু হাফ সেঞ্চুরি ইনিংসকে তিন অংকে রূপ দিতে ব্যর্থ হন। জয় আউট হন ব্যক্তিগত ৬৯ রানে। বল খেলেন ৯০টি। আইচ ৮০ বলে ৫৫ রান করেন। আগের ম্যাচে ৮৮ রানের ইনিংস খেলা সাদমান আউট হন ৬ রানে। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ৩০, সহঅধিনায়ক শাহাদাত হোসেন দীপু করেন ১। শাহিন্সের পক্ষে শাহজাদ ৩ এবং কাশিফ, গুলাম ও আকরাম ২টি করে উইকেট নেন। খেলতে নেমে পাকিস্তান শাহিন্স ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে। আজ ২১৯ রানে পিছিয়ে ব্যাট করতে নামবে। রিপন ২২ রানের খরচে নেন ২ উইকেট।