প্যারিস অলিম্পিকে করোনাভাইরাস আক্রমণ করেছে। গত কয়েক দিনে অন্তত সাতজন ক্রীড়াবিদ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পেটি এবং অস্ট্রেলিয়ান সাঁতারু ল্যানি প্যালিস্টার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছে। এ ঘটনায় প্যারিস অলিম্পিকে আয়োজকদের দিকে সমালোচনার তীর ছুড়ছেন সবাই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার পাঁচ ওয়াটার পোলো খেলোয়াড়ও করোনাভাইরাসে আক্রান্ত। অবশ্য এবার প্যারিস অলিম্পিকে করোনার কোনো বিধিনিষেধ ছিল না। তবে সাতজন ক্রীড়াবিদ করোনায় আক্রান্ত হওয়ায় সতর্ক হয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং প্যারিসের আয়োজক কমিটি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন অলিম্পিকের ডিরেক্টর আন্দ্রে পিয়েরে।