পুরুষদের ট্রাপ শুটিংয়ে ব্রোঞ্জ জিতেছেন গুয়েতেমালার শুটার। এবার নারী ট্রাপ শুটিংয়ে গুয়েতেমালার আরেক প্রতিযোগী আদ্রিয়ানা রুয়ানো সোনা জিতেছেন। শুধু সোনা জিতেননি, ইতিহাসও গড়েছেন। দেশটির ইতিহাসে প্রথম নাগরিক হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন রুয়ানো। সুরিনামের অ্যান্তনি নেস্টি ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এমন একটি রেকর্ড গড়েছিলেন। টানটান উত্তেজনার ইভেন্টটিতে রুয়ানো শুধু সোনা জিতেননি কিংবা ইতিহাস লিখেননি। ৫টি শুটে তিনি ৫০ পয়েন্টের মধ্যে ৪৫ স্কোর করে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন। তিন বছর আগে রেকর্ডটি গড়ছিলেন ঝুঝুনা রেহাক স্টেফেতকোভার, ৪৩ স্কোর করে। ৪০ স্কোর করে রুপা জিতেছেন ইতালির সিলভানা মারিয়া স্ট্যানকো এবং স্মিথ জিতেছেন ব্রোঞ্জ। গুয়েতেমালার পতাকা উঠার সময় যখন জাতীয় সংগীত বাজছিল, পোডিয়ামে দাঁড়ানো রুয়ানোর চোখে তখন আনন্দ অশ্রু।