প্যারিস অলিম্পিক গেমসে শুরুতেই বিদায় নিয়েছেন শুটার রবিউল ইসলাম ও সাঁতারু সামিউল ইসলাম। এবার বিদায় নিলেন আর্চার সাগর ইসলামও। তিনি গতকাল প্রথম রাউন্ডে হেরেছেন ইতালির মাওরো নেসপোলির কাছে। পুরুষদের ব্যক্তিগত ইভেন্ট ছিল পাঁচ সেটের। তবে সাগর প্রথম তিন সেটে হেরে যাওয়ায় পরের দুই সেট আর খেলা হয়নি। প্রথম সেটে ৩০-২৭ ব্যবধানে জয় পান ইতালির নেসপোলি। পরের সেটে সাগর বেশ লড়াই করেন। পরাজিত হন ২৬-২৭ ব্যবধানে। তৃতীয় সেটে নেসপোলি জিতেন ২৮-২৫ ব্যবধানে। ইতালির এই আর্চার গতবার টোকিও অলিম্পিকে এই ইভেন্টে জয় করেছেন রুপার পদক। লন্ডন অলিম্পিকে দলগত ইভেন্টে আর্চারি থেকে সোনার পদকও জয় করেছেন নেসপোলি। বাংলাদেশের মোট পাঁচজন অ্যাথলেট প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন। এর মধ্যে তিনজনই বিদায় নিলেন। বাকি আছেন কেবল অ্যাথলেটিকসের ইমরানুর রহমান ও সাঁতারের সোনিয়া খাতুন। দুজনই লড়াইয়ে নামবেন ৩ আগস্ট। বাংলাদেশের অলিম্পিক শেষ হবে সেদিনই!