শুরু হয়ে গেছে অলিম্পিক গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট অ্যাথলেটিকস। শুরুতেই বাজিমাত করেছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। পদক তালিকায় প্রথম সোনা জিতেছে দেশটি। ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় এই কৃতিত্ব অর্জন করেন ব্রায়ান পিন্তাদো। ১৯৯৬ সালের পর ইভেন্টে সোনা জিতল তারা। সর্বশেষটি জিতেছিলেন জেদারসন পেরেজ। রিও অলিম্পিকে চতুর্থ হওয়া ব্রাজিলের সিয়াও বোনদিম এবার রুপা জিতেছেন। স্পেনের বিশ্ব চ্যাম্পিয়ন আনভারো মার্টিন তামা জিতেন। এদিকে মেয়েদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অলিম্পিকে সোনা জিতেন চীনের ইয়ং জিয়াং।