লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লাহারকান্দি ইউনিয়ন একাদশ। ফাইনালে তারা টুমচর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারিয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) আয়োজন করা হয়। এ টুর্নামেন্টে ২১টি দল অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ গোলাম ফারুক পিংকু, জেলা প্রশাসক সুরাইয়া জাহানসহ আরও অনেকে।