ম্যাকিওনের অলিম্পিক রেকর্ড
অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে সোনার পদক জয় করেছেন অস্ট্রেলিয়ার মেয়ে কাইলি ম্যাকিওন (২ মিনিট ৩.৭৩ সেকেন্ড)। এই ইভেন্টে আগের রেকর্ড যুক্তরাষ্ট্রের মিসি ফ্র্যাঙ্কলিনের (২ মিনিট ৪.০৬ সেকেন্ড)। টাইমিং করে ২০১২ সালে লন্ডন অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন।
বিশ্ব রেকর্ড
অ্যাথলেটিকস ট্র্যাকে চার গুণিতক ৪০০ মিটার মিশ্র রিলেতে হিটে নেমেই বিশ্ব রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। দলটির ভারনন, শ্যামিয়ার, ব্রাইস ও কেলিন ৩ মিনিট ৭.৪১ সেকেন্ড টাইমিং করে হিটেই বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়েছেন। আগের বিশ্ব রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের (৩ মিনিট ৮.৮০ সেকেন্ড)।
১০ হাজারে সোনা জয়
অ্যাথলেটিকস ট্র্যাকে ১০ হাজার মিটারে অলিম্পিক রেকর্ড গড়ে সোনার পদক জয় করেছেন উগান্ডার জশুয়া চেপতেগেই। তিনি ২৬ মিনিট ৪৩.১৪ সেকেন্ড টাইমিং করেছেন তিনি। টোকিও অলিম্পিকে এই ইভেন্টে রূপা জয় করেছিলেন জশুয়া। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডটাও তার দখলে। ২০২০ সালে ২৬ মিনিট ১১ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েন জশুয়া।