নাজমুল আবেদীন ফাহিম ক্রিকেট ক্যারিয়ার শেষে এখন কোচ। তার ছাত্র সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের মতো তারকা ক্রিকেটার। কোচিং করানো ছাড়াও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। এক সময় চাকরি করতেন বিসিবিতে। তাই খুব কাছ থেকে দেখেছেন বোর্ডের কার্যক্রম। ভালো করেই তিনি জানেন ক্রিকেট বোর্ডের সমস্যাগুলো। আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রিকেট বোর্ড এখন বিশৃঙ্খল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ পরিচালকদের কেউই এখন আর মিরপুরে আসছেন না। অনেকটাই হাওয়ার ওপর চলছে বিসিবি। গতকাল ফাহিম বিসিবির সামনে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, বিশৃঙ্খল বিসিবিকে ঢেলে সাজানোর কথা। তিনি বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে মনে হয়নি বিসিবি কোনো ডিসিপ্লিনড প্রতিষ্ঠান। বাইরে থেকে অনেকেই মনে করে, এর জাঁকজমক দেখে মনে করে বিসিবি হয়তো দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয়, বিসিবিতে যে সুযোগসুবিধা ছিল তার বেশিরভাগই ব্যবহৃত হয়নি। অনেক কারণেই হয়নি। অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণে হয়নি। তাই আমার মনে হয় এখানে পরিবর্তন আনা দরকার।’ সরকার পরিবর্তনের পর কোনো পরিচালককে দেখা যায়নি বিসিবিকে। শোনা যায়, অনেকেই গা ঢাকা দিয়েছেন। আবার পট পরিবর্তনের পরপরই বিভিন্ন ক্রীড়া সংগঠকের সঙ্গে বিসিবির কিছু কিছু কর্মচারী মিছিলও করেছেন। দাবি তুলেছেন সংস্কারের। ফাহিম সমালোচনা করেছেন পরিচালকদের।
তিনি বলেন, ‘পরিচালকরা যদি ক্রিকেটের সত্যিকার অর্থে সেবক হতেন, তাহলে তারা আসতেন। আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিলেন। তাদের নিজস্ব এজেন্ডা ছিল। সে সব এজেন্ডাই তারা বাস্তবায়ন করেছেন। ক্লাব ক্রিকেটসহ পুরো খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে।’ নেতৃত্ব নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় দায়টা সবচেয়ে নেতৃত্বের। নেতৃত্ব যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলো এমনিতেই ঠিক হয়ে যায়।’