ব্রাদার্স ইউনিয়নে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। ২২ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে এখন থেকে ক্লাব পরিচালিত হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে করা হয়েছে আহ্বায়ক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাব্বির উদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ইশরাক প্রয়াত বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ব্রাদার্সকে ক্রীড়াঙ্গনে পরিচিত করার পেছনে যে কজনার ভূমিকা স্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে অন্যতম ছিলেন খোকা। সভাপতি ছাড়াও তিনি এ ঐতিহ্যবাহী ক্লাবে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তাঁরই উদ্যোগে শক্তিশালী দল গঠন করে ব্রাদার্স প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়। দায়িত্ব নেওয়ার পর ইশরাক বলেন, ‘ব্রাদার্স আমার পরিবারের রক্তের সঙ্গে মিশে গেছে। আমার লক্ষ্য থাকবে ক্লাবের হারানো গৌরব উদ্ধার করা। গত ১৫ বছরে নানা অনিয়মে ব্রাদার্সের সুনাম নষ্ট হয়েছিল। আমি এলাকাবাসীর সঙ্গে আলাপ করে দলটিকে নতুনভাবে সাজাতে চাই।’