ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের ইনিংসে তিন উইকেট শিকার করেন অসিথা ফার্নান্দো। তিনি এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এ ছাড়া ১টি উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্দো। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৯ রান সংগ্রহ করে। জো রুট ৪২, ড্যান লরেন্স ৩০ ও বেন ডাকেট ১৮ রান করে আউট হয়েছেন। হ্যারি ব্রুক ৩৮ রানে ব্যাটিং করছেন। এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শেষ করে ২৩৬ রানে। লঙ্কান ইনিংসে সর্বোচ্চ ৭২ রান করেন মিলান রত্নায়েকে। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন ক্রিস ওকস ও শোয়েব বশির।