বাংলাদেশের মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে ২০২২ সালে। সেবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করেন সাবিনা খাতুনরা। ফাইনালে দলের পক্ষে ২টি গোল করেন কৃষ্ণা রানী সরকার। এ ছাড়া ১টি গোল করেন শামসুন্নাহার জুনিয়র।