জাতীয় দল তো ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই হেরে বসে থাকে। এতটা চাপে থাকে যে, ফুটবলাররা এলোমেলো হয়ে যায়। ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা। বয়সভিত্তিক ফুটবলে উল্টো দৃশ্যটায় দেখা যায়। সমানতালে লড়াই করে ম্যাচ জমিয়ে ফেলে। বাংলাদেশ না ভারত জিতবে তা বলা যায় না। আজ সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারত সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। নেপালের ললিতপুর আনফা ক্রীড়া কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বিকাল ৫.৪৫ মিনিটে। ফাইনালে খেলবে কারা বাংলাদেশ না ভারত? ম্যাচটি সেমিফাইনাল বলে কাউকে ফেভারিট বলা যায় না। যুবাদের লড়াই হলেও কেউ তো আর টেনশনমুক্ত থাকবে না। ফুটবলে দুই দেশের লড়াই মানে বাড়তি এক উত্তেজনা।
সেমিফাইনালে ভুটানকে চেয়েছিল বাংলাদেশ এ নিয়ে সন্দেহ নেই। তাহলে চাপটা একটু কম থাকত। কিছু করার নেই ‘এ’ গ্রুপে শেষ ম্যাচে নেপালের কাছে হেরে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়েছে। তবে এ নিয়ে বাংলাদেশ বিচলিত নয়। কোচ মারুফুল হক বলেছেন, ‘সেমিফাইনালে কার বিপক্ষে খেলছি তা নিয়ে ভাবার কিছু নেই। আমাদের লক্ষ্য একটাই শিরোপা। যা আমি শুরু থেকেই বলে আসছি। সুতরাং সেমিতে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। প্রতিপক্ষ ভারত, তাতে কি ছেলেরা সেরাটা দিয়েই জিতবে? সেই সামর্থ্য রয়েছে। কোনো অবস্থায় ভুল করা যাবে না। সুযোগ হাতছাড়া করা যাবে না।’
অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণ বলেন, ‘ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। জিততে হলে সেরাটাই দিতে হবে। আমাদের কোনো পজিশনে ঘাটতি নেই। মিরাজুল ও নিরঞ্জন দারুণ ফর্মে রয়েছে। ম্যাচে ওরা বড় ভূমিকা রাখবে আশা করি। রক্ষণভাগে সতর্ক হয়ে থাকতে হবে। ফাইনালে উঠতে হলে কোনো জায়গায় গ্যাপ রাখা যাবে না।’ গতকাল প্রথম সেমিফাইনালে নেপাল টাইব্রেকারে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে। ২৭ আগস্ট ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের পর্দা নামবে। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচ ২-০ গোলে শ্রীলঙ্কাকে হারালেও গ্রুপ চ্যাম্পিয়নের ম্যাচে নেপালের কাছে ১-২ গোলে হেরে যায়।