রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্টের জয়ের দিনে বিশ্ব রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে বাঁ হাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন তার। প্রথম টেস্টের শেষ দিনের প্রথম সেশনে তুলে নেন ২ উইকেট। এখন আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট সংখ্যা ৭০৭। সাকিব পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরিকে। ৩০৫ ওয়ানডে, ৩৬২ টেস্ট আর ৩৮টি টি-২০ উইকেট মিলিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ভেট্টোরির। রাওয়ালপিন্ডিতে আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে কিউই স্পিনারকে পেছনে ফেললেন সাকিব।
সিরিজের প্রথম টেস্টে সাকিব শুরু করেছিলেন ৭০৩ উইকেট নিয়ে। ২৩৭ টেস্ট, ৩১৭ ওয়ানডে ও ১৪৯টি টি-২০ উইকেট ছিল তার দখলে। প্রথম ইনিংসে সালমান আলির উইকেট শিকার করেন। দ্বিতীয় ইনিংসে শাকিলকে ফেরান স্ট্যাম্পিংয়ের ফাঁদে। সাকিবের সামনেই ক্যারিয়ারের প্রথম ডাক মেরেছেন সৌদ শাকিল। এ উইকেট নিয়ে ভেট্টোরিকে স্পর্শ করেন সাকিব। এরপর আবদুল্লাহ শফিকের উইকেট নিলে বাঁ হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক হন বিশ্বসেরা এ অলরাউন্ডার।