১: ইউএস ওপেনে নারী এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যারিনা সাবালেঙ্কা। বেলারুশের এই মেয়ে প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার প্রিসিলা হুনকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন।
২: যুক্তরাষ্ট্রের মেয়ে কোকো গফ তৃতীয় বাছাই হিসেবে খেলছেন ইউএস ওপেনে। নারী এককের প্রথম রাউন্ডে তিনি ৬-২, ৬-০ গেমে হারিয়েছেন ফ্রান্সের বারবারা গ্র্যাচেভাকে।
৩: সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ২৫ নম্বর গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের লক্ষ্যে খেলতে নেমেছেন ইউএস ওপেনে। প্রথম রাউন্ডে তিনি দারুণ জয় পেয়েছেন। ৬-২, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন র্যাডু অ্যালবোটকে।