পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দেশকে লজ্জাও দেয় বাংলাদেশ। দুই টেস্টে অনবদ্য পারফরম্যান্সের কারণে সিরিজ-সেরা পুরস্কার পান মেহেদী হাসান মিরাজ। প্রাইজমানি বাবদ যে অর্থ তিনি পেয়েছিলেন তা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১৪ হাজার টাকার কিছু বেশি। বুধবার শহীদ ওই রিকশাচালক পরিবারের হাতে মিরাজ ওই অর্থ তুলে দিয়েছেন। গতকাল তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
একটি ছবি পোস্ট করে মিরাজ ফেসবুকে লেখেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সেই ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর শপথ নিয়েছিলাম। পাকিস্তানে ম্যান অব দ্য সিরিজের পুরস্কারের অর্থ তুলে দেব বলেছিলাম। জানি, হারানো জীবনের তুলনায় এ অর্থ কিছুই না। তার পরও কিছু করতে পেরে ভালো লাগছে।’