আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিরুদ্ধে আবারও শৃঙ্খলা ভাঙার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা ১-২ গোলে হেরে যায় কলম্বিয়ার কাছে। ম্যাচ হেরে মেজাজ সামাল দিতে পারেননি মার্টিনেজ। সামনে থাকা এক টিভি ক্যামেরাম্যান তার ছবি তুলতে গেলে চড় মারেন। জনি জ্যাকসন নামের এ ফটোজার্নালিস্ট আর্জেন্টাইন গোলরক্ষকের চড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য সাংবাদিকরা ছুটে এলে তাদের সঙ্গেও অশালীন আচরণ করেন তিনি। কলম্বিয়ান সাংবাদিক অ্যাসোসিয়েশন এ ঘটনা কোনোভাবে মানতে পারছে না। সংস্থাটি সরাসরি মার্টিনেজের শাস্তি দাবি করেছে লাতিন আমেরিকা ফুটবল ফেডারেশনের কাছে।
এমনকি তারা ফিফার কাছেও ভিডিও ফুটেজসহ নালিশ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এমন ঘটনায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মার্টিনেজকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে।