বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সঙ্গে চিরস্থায়ীভাবে জড়িয়ে আছেন সৌরভ গাঙ্গুলি। ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ভারতের অধিনায়ক ছিলেন গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক ক্যারিয়ারে বহু ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে টাইগাররা। সফরে শুরুতে টেস্ট সিরিজ খেলবে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে টাইগাররা সিরিজে খেলবে পাকিস্তানকে হোয়াইওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে। পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট টাইগাররা জিতেছে ১০ ও ৬ উইকেটে। ভারতের সাবেক অধিনায়ক গাঙ্গুলি মনে করেন, সিরিজ জমজমাট হবে। কিন্তু সিরিজে ফেভারিট ভারত। তিনি বলেন, ‘পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয়। বাংলাদেশের খেলোয়াড়দের অভিনন্দন। কিন্তু ভারত অন্য জিনিস। ঘরের মাঠ হোক কিংবা বাইরে, ভারত সবসময়ই শক্তিশালী ব্যাটিং লাইনআপের দুর্দান্ত একটি দল।’ দুই দেশ এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে ১৩টি। বাংলাদেশ জিতেনি একটিও। ড্র করেছে দুটি।
পাকিস্তানের মাটিতে যখন সিরিজ খেলছিল বাংলাদেশ, তখন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাসিত আলি জানিয়েছিলেন, একমাত্র বৃষ্টিই বাঁচাতে পারবে বাংলাদেশকে। কিন্তু সিরিজটি টাইগাররা জিতেছে ২-০ ব্যবধানে। এর আগে ২০১৭ ও ২০১৯ সালে দুবার ভারতের মাটিতে সিরিজ খেলেছিল টাইগাররা। তিন টেস্টেই হেরেছে। এবারও তার ব্যত্যয় হবে না বলেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের জয় দেখতে পাচ্ছি না। ভারতই সিরিজ জিতবে। অবশ্য সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর প্রবল আত্মবিশ্বাস নিয়েই তারা খেলতে আসবে।’