আগের দিন সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হেরে যায় ভারতের কাছে। গতকাল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ হার মানল সিরিয়ার কাছে। ভিয়েতনামের ল্যাচ টে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। দুই অর্ধে দুটি করে গোল করে সিরিয়া।
পাঁচ মিনিটেই গোল পেয়ে যায় সিরিয়া। ইসা কাওয়া বাংলাদেশের জালে বল পাঠান। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেনাজ ইউসা। ৭৩ মিনিটে ওয়েসাম ডুকান ও আনাস গোল করলে শোচনীয় হার দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে।