ফুটবলে নতুন মৌসুমের প্রস্তুতিতে নামছেন ঢাকা আবাহনীর খেলোয়াড়রা। পেশাদার লিগের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়ন দলের অনুশীলন শুরু হবে আগামীকাল। আজ খেলোয়াড়রা ক্লাবে রিপোর্ট করবেন। ৫ আগস্ট দুষ্কৃতকারীদের হামলার পর ধানমন্ডি ক্লাব ভবনে আতঙ্ক বিরাজ করছিল। প্রশিক্ষণ শুরু হচ্ছে বলে খেলোয়াড়রা ক্লাবে আসতে শুরু করেছেন। এক মৌসুম পরই আবাহনী ফুটবল দলে ম্যানেজারের দায়িত্ব ফিরে পেয়েছেন সাবেক তারকা ফুটবলার সত্যজিত দাশ রুপু। তিনিই জানালেন, ‘মঙ্গলবার খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। বুধবার থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন।’
আবাহনী এবার বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামবে। তবে পেশাদার লিগের দ্বিতীয় লেগে বিদেশিদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। রুপু বলেন, ‘পরিবেশ ও পরিস্থিতির ওপর নির্ভর করবে দ্বিতীয় লেগে বিদেশি ফুটবলার খেলানো সম্ভব হবে কি না। দলে নতুনভাবে মানসম্পন্ন বেশ কজন স্থানীয় ফুটবলার আবাহনীতে যোগ দিয়েছেন। আমি আশা করি এদের দিয়েই ভালো ফল করা সম্ভব। তারপরও লিগে প্রথম লেগে আমাদের অবস্থান কেমন থাকে তা দেখেই বিদেশিদের ব্যাপারে সিদ্ধান্ত হবে। এখানে আবার অর্থও বড় ফ্যাক্টর। তাই এখনই চূড়ান্তভাবে কিছু বলা যাবে না।’ মারুফুল হক আবাহনীর কোচের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে তিনি এএফসি অনূর্ধ্ব-২০ দলের প্রশিক্ষক হিসেবে ভিয়েতনামে রয়েছেন। তার অনুপস্থিতিতে অন্য কোচিং স্টাফরা কোচের দায়িত্ব পালন করবেন।