টানা সাত ম্যাচ জিতে স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। বুধবার গভীর রাতে কাতালান ক্লাবটি নিজেদের মাঠে ১-০ গোলে পরাজিত করে গেটাফেকে। দলের পক্ষে জয়সূচক গোলটি করেন পোলিশ তারকা লেবানডস্কি। চলতি মৌসুমে লা লিগায় ৭ গোল করে তালিকার শীর্ষে আছেন তিনি। গেটাফের সঙ্গে খেলতে নামার আগে বেশ সতর্ক ছিল বার্সেলোনা। বুধবারের আগে এই দলের বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছিল বার্সেলোনা। এবারেও বেশ চমকে দিয়েছিল গেটাফে।
তবে লেবানডস্কির ১৯ মিনিটের গোলটাই ম্যাচের ফলাফল গড়ে দেয়। অবশ্য গেটাফেও গোল করার অনেক চেষ্টা করেছে। তবে সফল হয়নি তারা। স্প্যানিশ লা লিগায় ৭ ম?্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে শিরোপাধারী রিয়াল। আসরে তৃতীয় হারের স্বাদ পাওয়া গেটাফের পয়েন্ট ৪। তারা অবস্থান করছে ১৯ নম্বরে। লা লিগায় ১৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়, ১৩ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক তৃতীয় এবং ১২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ চতুর্থ স্থানে আছে।