এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে এ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে গতকাল বাংলাদেশ হেরেছে ভিয়েতনামের কাছে। হাইফঙের ল্যাক ট্রে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪-১ গোলে জয় পেয়েছে স্বাগতিক ভিয়েতনাম। বাংলাদেশের পক্ষে ম্যাচের ৪০ মিনিটে নোভা একটা গোল করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। এই পরাজয়ে এ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের যুবাদের। তিন ম্যাচে এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। তিনটি করে ম্যাচ খেলে ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে সিরিয়া ও ভিয়েতনাম। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে সিরিয়া। শেষ ম্যাচে ভিয়েতনাম-সিরিয়া মুখোমুখি হবে। এ ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
শীর্ষে থাকা দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। তবে দ্বিতীয় দলেরও সুযোগ থাকবে চূড়ান্ত পর্বে খেলার। বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে।