কানপুর টেস্টের প্রথম দিনেই বৃষ্টি বাগড়া দিয়েছিল। খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। গতকাল দ্বিতীয় দিনের পুরোটাই ভেসে গেল বৃষ্টিতে। চা বিরতির নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে আম্পায়াররা দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন।
প্রথম দিনে ৩৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ। ৮১ বলে ৪০ রান করে উইকেটে টিকে আছেন মুমিনুল হক। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম। তিনি ১৩ বলে ৬ রান করে টিকে আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ দুটি এবং রবীচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট শিকার করেছেন। গতকাল দুই দলের ক্রিকেটাররাই অপেক্ষায় দিন কাটিয়েছেন। পাশাপাশি নতুন নতুন পরিকল্পনা করে সময় কাটিয়েছেন।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বেশির ভাগ টেস্টই ড্র হয়েছে। ১৩টি ম্যাচ এই মাঠে ড্র করেছে ভারত। জয় করেছে মাত্র ৭টি টেস্ট। হেরেছে ৩টি ম্যাচে। এই স্টেডিয়ামের পরিসংখ্যান বলছে, চলমান টেস্টটাও ড্র হতে পারে। বিশেষ করে দেড় দিনেরও বেশি সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এমনটা মনে হতেই পারে। তবে বৃষ্টির পর এই উইকেটে ব্যাটিং করা সহজ হবে না। দুই দলের জন্যই ব্যাটিংটা কঠিন হয়ে যাবে আজ থেকে।