স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে আজ রাত বাংলাদেশ সময় ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে গত মৌসুমে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেও অ্যাটলেটিকোর বিপক্ষে জয় পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। অ্যাটলেটিকোর মাঠে খেলতে গিয়ে ৩-১ গোলে হেরেছিল। ঘরের মাঠে দিয়েগো সিমিওনের দলের সঙ্গে করেছিল ১-১ গোলে ড্র। নতুন মৌসুমে বেশ শক্তিশালী হয়েছে রিয়াল মাদ্রিদ। দলে যোগ হয়েছেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে তিনি আছেন ইনজুরিতে। আজ অ্যাটলেটিকোর বিপক্ষে খেলতে পারছেন না। আগামী তিন সপ্তাহ তাকে ছাড়াই চলতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে জুড বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র আর এন্ডরিকসরাও কম যান না। বর্তমান ফুটবলের বড় তারকা তারা। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদে আছেন জুলিয়ান আলভারেজ আর আতোয়ান গ্রিজমানরা। লড়াইটা বেশ বিনোদন দিবে দর্শকদের। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলত্তি বলেন, ‘একটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে বেশ শক্ত এক দলের বিপক্ষে। এই লড়াইটা চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি ম্যাচটা হবে বেশ উত্তেজনাপূর্ণ। দুই দলেই আছে অনেক যোগ্য ফুটবলার। এটা সত্যিই অসাধারণ এক লড়াই হতে যাচ্ছে।’ অ্যাটলেটিকো মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় ৭ ম্যাচ খেলে মাত্র ৩টা গোল হজম করেছে। সবচেয়ে কম। ৫টি করে গোল হজম করে পরের তালিকায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ডিফেন্সের দিক দিয়ে সেরা অ্যাটলেটিকো। তবে দলের কাছ থেকে আরও ভালো কিছুরই আশা করেন দলটির কোচ দিয়েগো সিমিওনে।