মোহামেডান, আবাহনী ও মুক্তিযোদ্ধায় খেলা মহসনিকে দেশের অন্যতম সেরা গোলরক্ষক বলা হতো। সেই দেশসেরা মহসিন এক মাস ধরে নিখোঁজ। শারীরিকভাবে অসুস্থ থাকা মহসিন প্রায় বাসার বাইরে গেলে লাপাত্তা হয়ে যেতেন। পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবরা তাকে খুঁজে বের করতেন। এবার তার সন্ধানই মিলছে না। প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন ফুটবলার মহসিন।
মহসিনকে না পাওয়ায় রমনা ও কমলাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন ছোট ভাই পিন্টু। ভাইকে না পেয়ে তিনি জানান, ‘আমার ভাই কোথায় কীভাবে আছেন জানি না। সঙ্গে মোবাইল, টাকা-পয়সাও নেই। সবার কাছে অনুরোধ রাখছি। আমার ভাইকে খুঁজে আমাদের মাঝে ফিরে দেন।’ যদি কেউ মহসিনকে পেয়ে থাকেন, তাহলে (০১৯৪১৪৯৭৬১৩ অথবা ০১৭৪১৭৬৪৪০০) এই দুটি নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন ছোট ভাই পিন্টু। ১৯৯৪ সালের পর মহসিন কানাডায় চলে গিয়েছিলেন।