টেস্ট সিরিজ শেষ। সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। যখন টেস্ট সিরিজ শেষ হয়েছে, তখন ৩ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অন্য গ্রুপ। যারা শুধু টি-২০ সিরিজ খেলবে। ভারত সফরে ম্যাচ তিনটি খেলবে টাইগাররা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ৬ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ গোয়ালিয়রে। ৯ অক্টোবর দ্বিতীয় টি-২০ ম্যাচ দিল্লিতে এবং ১২ অক্টোবর তৃতীষ ও শেষ টি-২০ ম্যাচ হায়দরাবাদে। এ বহরে রয়েছেন ডান হাতি পেসার ইবাদত হোসেন। স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাঁ হাতি স্পিনার রাকিবুল ইসলাম। সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এ দুজন অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন। টেস্ট সিরিজের প্রথমটি চেন্নাইয়ে ২৮০ রানে এবং দ্বিতীয়টি কানপুরে হেরেছে ৭ উইকেটে।
বাংলাদেশের টি-২০ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদি হাসান মিরাজ।