দাদা ও বাবার পর ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন নাতি দানিয়েল মালদিনি। কিংবদন্তি ডিফেন্ডুর পাওলো মালদিনির ছেলে দানিয়েল। বাবার আগে দাদা সিজারে মালদিনিও খেলেছেন জাতীয় দলে। ২২ বছর বয়সি দানিয়েল দলের হয়ে মাঠে নামেন তবে জাতীয় দলে মালদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হবেন তিনি। এ মাসের উয়েফা নেশনস লিগে বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ইতালি। আর সেই দলে ডাক পেয়েছেন সিরি অ্যা ক্লাব মোনৎসার এই অ্যাটাকিং মিডফিল্ডার। এ বছরের জানুয়ারিতে মোনৎসায় যাওয়ার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন দানিয়েল। ফলে দলটি তাকে কিনে নিয়েছে। এর আগে বাপ-দাদার ক্লাব এসি মিলানে খেলেন তিনি। নেশনস লিগে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ২ গ্রুপের শীর্ষে আছে ইতালি। দলটি ১০ অক্টোবর রোমে বেলজিয়াম ও ১৪ অক্টোবর উদিনে ইসরায়েলের বিপক্ষে খেলবে।