বর্ণাঢ্য ক্যারিয়ারের পর্দা নামছে স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ৪০ বছর বয়সি এ মিডফিল্ডারের অবসর প্রায় নিশ্চিত। সম্প্রতি ‘দ্য গেম কন্টিনিউ’ শিরোনামের এক তথ্যচিত্রে ফুটবল নিয়ে প্রশ্নের উত্তরে কান্নায় ভেঙে পড়েন তিনি। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছেন, এটাই তার বিদায়ের ইঙ্গিত। প্রিয় বন্ধু ও এক সময়কার সতীর্থের বিদায়ের ঘোষণায় ইনস্টাগ্রামে বার্সেলোনার জার্সিতে ইনিয়েস্তার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে বিশ্বচ্যাম্পিয়ন মেসি লিখেছেন, ‘আমার অন্যতম জাদুকরী সতীর্থ। যাদের সঙ্গে খেলাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি, তুমি তাদের একজন। বল তোমাকে মিস করবে এবং আমরাও করব। সব সময় তোমার মঙ্গল কামনা করি, তুমি সত্যিকারের ফেনোমেনন।’
বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক ২০০৪ সালে। তারও দুই বছর আগে থেকে ইনিয়েস্তা ছিলেন কাতালান ক্লাবটির মূল দলে। পরবর্তী ১৪ বছর তারা একসঙ্গে গড়ে তোলেন অসংখ্য স্মরণীয় মুহূর্ত। বার্সেলোনার হয়ে তিনি ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি কোপা দেল রে, ৩টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৭টি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। স্পেনের জার্সিতেও ইনিয়েস্তার সাফল্য আকাশছোঁয়া। তার গোলেই স্পেন প্রথমবারের মতো ২০১০ সালের বিশ্বকাপ জিতে নেয়। এ ছাড়া ২০০৮ ও ২০১২ সালে পরপর দুটি ইউরো শিরোপাও জিতেছেন তিনি। ব্যক্তিগতভাবে তিনি ২০১২ সালে ‘উয়েফা ইউরোপিয়ান প্লেয়ার অব দ্য ইয়ার’, ২০১০ সালে বিশ্বকাপে ‘সিলভার বল’ এবং টানা ৯ বছর ফিফপ্রো বিশ্ব একাদশে স্থান পাওয়ার মতো সম্মান অর্জন করেছেন। তার এ সাফল্যগুলো তাকে ফুটবলের সর্বকালের সেরাদের একজন করে তুলেছে। ইনিয়েস্তা ২০১৮ সালে বার্সেলোনা ছাড়ার পর জাপানের ভিসেল কোবেতে কয়েক বছর খেলেন। বর্তমানে তিনি আছেন সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবে এবং মেসি আছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।