দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের আগে বড় ধাক্কা খেল দলটি। টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কনুইয়ে চোট পাওয়ায় মিরপুরে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তিনি থাকছেন না। তবে বাভুমা ঢাকায় দলের সঙ্গে থেকেই চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। অবস্থার উন্নতি হলে তিনি চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন। বাভুমার পরিবর্তে ২১ বছর বয়সি ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নেওয়া হয়েছে। ব্রেভিসের জন্য এটি হবে প্রথম টেস্ট অভিষেক। দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার এইডেন মাকরাম। অন্যদিকে ইনজুরিতে ছিটকে যাওয়া পেসার নান্দ্রে বার্গারের জায়গায় দলে যোগ হয়েছেন লুঙ্গি এনগিডি, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছেন। দক্ষিণ আফ্রিকা দল ১৬ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টের আগে অনুশীলন করবে। এরপর ২৯ অক্টোবর চট্টগ্রামে হবে দ্বিতীয় টেস্ট। সফরটি দক্ষিণ আফ্রিকার জন্য চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ তাদের দলে বাংলাদেশের মাঠে খেলা অভিজ্ঞ খেলোয়াড় নেই।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড : টেম্বা বাভুমা (দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজেকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মাকরাম, ওয়ান মুলদার, সেনুরান মুত্তুসামি, লুঙ্গি এনগিডি, ডেন পিটারসন, ডেন পিডিট, কাগিসু রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভারায়েনে।