উয়েফা নেশনস লিগের ম্যাচে শুক্রবার বসনিয়ার মাঠে ২-১ ব্যবধানে জয় পায় জার্মানি। অন্যদিকে হাঙ্গেরি নিজেদের মাঠে লিড নিলেও শেষ দিকে সমতা নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডাচরা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার পয়েন্ট ১। প্রথমার্ধে ৬ মিনিটের মধ্যে দুই গোল করে বড় জয়ের প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত কষ্টের জয় তুলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জার্মানরা। দলের হয়ে গোল দুটি করেন ডেনিস উন্দাভ। বল পজিশন ধরে রাখলেও আক্রমণভাগে খেলতে ব্যর্থ চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় সফরকারীরা। গোলটি করেন উন্দাভ। লিড পেয়ে আক্রমণের গতি বেড়েই চলে অতিথিদের। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করাতে আর কোনো বাধা পোহাতে হয়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।
দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন উন্দাভ। অফসাইডের ফাঁদে পড়ে তিনটি গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ব্যবধান কমিয়ে চমক দেখায় বসনিয়া। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান জেকো। দিনের অন্য ম্যাচে হাঙ্গেরির মাঠে দাপট দেখিয়েও জয় তুলে নিতে ব্যর্থ নেদারল্যান্ডস। যদিও স্বাগতিকরা প্রথমার্ধ শেষ করে লিড নিয়ে। ৩২ মিনিটে হাঙ্গেরির হয়ে গোলটি করেন সালাই। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ভার্জিল ভ্যান ডাইক। ১০ জনের দল নিয়ে হারতে থাকা ম্যাচে সমতা টানেন ডাচরা। ৮৩ মিনিটে কোডি গ্যাকপোর সহায়তায় গোলটি করেন ডামফ্রিজ।