টেস্টের পর টি-২০; ভারতের মাটিতে ভারতের বিপক্ষে দুটি সিরিজেই গো হারা হেরেছে বাংলাদেশ। চেন্নাইয়ের পর কানপুর টেস্টেও কোনো লড়াই করতে পারেনি। শুধু টেস্ট সিরিজ নয়, টি-২০ সিরিজেও লড়াইয়ের ধারে কাছে যেতে পারেনি টাইগাররা। বিশেষ করে হায়দরাবাদ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয়রা রেকর্ডের পর রেকর্ড গড়েছে। ম্যাচটি ছিল আবার বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচ। ওই ম্যাচটিতে তিনি রান করেন মাত্র ৮ এবং বাংলাদেশ হেরেছে ১৩৩ রানে। ভারত সফরে পাঁচ ম্যাচ সফরের সব ম্যাচই হেরেছে নাজমুল বাহিনী। টেস্ট ও টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নাজমুল বাহিনী। টেস্ট ও টি-২০ সিরিজের ব্যর্থতা নিয়ে গতকাল রাতে নাজমুল বাহিনী বিশেষ বিমানে হায়দরাবাদ-দিল্লি হয়ে ঢাকায় ফিরেছেন। এবার প্রস্তুতি নেবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে।
কানপুরে সাকিব আল হাসান দেশের বাইরে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। বাধা হয়েছিল গার্মেন্টকর্মী খুনের মামলা। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিডিয়াকে জানিয়েছেন, সাকিবের দেশে ফেরা ও বের হয়ে যাওয়ার বিষয়ে আইনি কোনো ঝামেলা নেই। সেই হিসেবে সাকিবকে দেখা যাবে মিরপুরে খেলতে। হায়দরাবাদে সফরের শেষ টি-২০ ম্যাচে ২০ ওভারে ২৯৭ রান করে ভারত। ওপেনার সঞ্জু স্যামসন ৪৭ বলে ১১১ রানের টর্নেডো ইনিংস খেলেন। শেষ টি-২০ ম্যাচ ছাড়া টাইগার বোলাররা তুলনামূলক ভালো বোলিং করেছেন। ব্যর্থ ছিলেন ব্যাটাররা।