নারী টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে ইংল্যান্ড। গতকাল শারজায় ১০ ওভারেই স্কটিশদের ১১০ রান টপকিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় ব্রিটিশরা। সমান ৬ পয়েন্ট হলেও এক ম্যাচ বেশি খেলে ও রানরেটে পিছিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে মাত্র ১০৯ রান করে স্কটল্যান্ড। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৩ রান করেন অধিনায়ক ক্যাথরিন ব্রাইস। ২৮ বলে খেলেন ৪টি চারের মার। ৩১ বলে ২৭ রান করেন সারা ব্রাইস। মারেন ৩টি চার। সাসকিয়া হর্লি ১৩, আইলসা লিস্টার ১১ ও মেগান ম্যাককল করেন অপরাজিত ১০ রান। ইংল্যান্ডের সোফি একলেস্টোন ১৩ রান দিয়ে ৪ ওভারে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন লরেন বেল, ন্যাট সিভার ব্রান্ট, চার্লি ডিন ও ড্যানিয়েল গিবসন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১০ ওভারেই ১১৩ রান করে ম্যাচ জিতে যায়। ১০ উইকেটের বিশাল জয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে টপকে টেবিলের এক নম্বরে উঠে আসে তারা। ইংল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি করেন দুই ওপেনার মাইয়া বাউচার ও ড্যানি ওয়াট। মাইয়া ৩৪ বলে ১২টি চারের সাহায্যে অপরাজিত ৬২ রান করেন। ২৫ বলে ৭টি চারে অপরাজিত ৫১ রান করেন ড্যানি ওয়াট।