উয়েফা নেশনস লিগের টানা তিন ম্যাচে গোলের পাশাপাশি দলকে জেতালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আসরের টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড গোলদাতার মোট গোল হলো ১৩৩টি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোল এখন ৯০৬টি।
শনিবার ওয়ারশতে পোল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচের ২৬ মিনিটে ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভার প্রথম গোলের পর ব্যবধান বাড়ান রোনালদো। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আল নাসর তারকা রোনালদো। দুই গোল হজম করে দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় পোল্যান্ড। ব্যবধান কমান ইন্টার মিলান মিডফিল্ডার পিওতর জেলেনস্কি। ব্যবধান কমালেও ১০ মিনিট পরে ইয়ান বেদনারেকের আত্মঘাতী গোলে দুই গোল ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগিজরা।
দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারায় ক্রোয়েশিয়া। টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের শীর্ষে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ক্রোয়েশিয়া ৬ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তৃতীয় স্থানে পোল্যান্ডের পয়েন্ট ৩। টানা তিন হারে টেবিলের তলানিতে স্কটল্যান্ড।